সরকারি অফিস এবং আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার গাড়ি সংক্রান্ত নীতিমালা

"সরকারি অফিস এবং আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার গাড়ি সংক্রান্ত নীতিমালা" নামক বইটির ৪র্থ সংস্করণ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। 
সরকার প্রায়শ:ই সরকারি গাড়ি ব্যবহার নীতিমালায় পরিবর্তন আনয়ন করে থাকেন। তাই কিছুদিন সময় নিয়ে পরিবর্তিত এবং সংযোজিত সার্কুলারের আলোকে বইটির পঞ্চম সংস্করণ প্রকাশ করা হলো। গাড়ি ব্যবহারের ক্ষেত্রে প্রদেয় হার প্রায়ই পরিবর্তন হয়; তাই সর্বশেষ প্রদেয় হার আমলে নিতে হয়। 
পুরাতন গাড়ি কনডেম করার নীতি প্রত্যেক সরকারি ও বেসরকারি দপ্তরে অবশ্যই জানা দরকার। তাছাড়া পুরাতন গাড়ি কনডেম করার পর কি পদ্ধতিতে নতুন গাড়ি সংগ্রহ করা হবে তাও এ বইটিতে সন্নিবেশিত আছে।
বইটি ব্যবহারকারীর প্রয়োজনে সহায়তা দান করবে বলে আশা রাখি।

বইটির ৫ম সংশোধিত সংস্করণ জুলাই ২০১৯ সালে প্রকাশিত হয়েছে। এর মূল্য: ২০০/-। 
বইটির কপি সংগ্রহ করার জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন। 
লেখকের মোবাইল নম্বর: ০১৭১৫ ০০৩৭০৫ 
অথবা লেখকের একমাত্র প্রতিনিধি (মোস্তফা): ০১৭১২ ৬১১৯৮৭। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Flickr Gallery

BOOKS ID