অডিট আপত্তি ও নিষ্পত্তির বিধি বিধান

পাবলিক মানির হিসাব সংরক্ষণ ও নিরীক্ষা জাতির জন্য  একটি খুব জরুরি বিষয়। অডিট আপত্তি সম্পর্কে লেখকদ্বয়ের সম্পাদিত পুস্তকটি সময় উপযোগী করার উদ্দেশ্য এর ২য় সংস্করণ প্রকাশ করা হয়েছে। বইটিতে বেশ কিছু অডিট আপত্তির উত্তর (খসড়া) সন্নিবেশিত করা হয়েছে। অডিট সংশ্লিষ্ট কিছু সার্কুলার পাঠকের প্রয়োজনে আসার কথা চিন্তা করে সংযুক্ত করা করেছেন।

কম্পট্রোলার এণ্ড অডিটর জেনারেল একটি সাংবিধানিক পদ। এই উচ্চ পদের অধীনস্থ কর্মকর্তাগণ দেশের আর্থিক আয়-ব্যয় প্রচলিত আইনে সম্পাদিত হচ্ছে কি না তা নিরীক্ষা করেন। সকল পাবলিক ও সরকারি দপ্তরকে উক্ত সংস্থার সাথে সহযোগিতা করে আর্থিক নিয়ম-নীতি যথাযথভাবে প্রয়োগ করা বাঞ্ছনীয়।

বইটির ২য় সংস্করণ ২০০৯ সালে প্রকাশিত হয়। এর মূল্য: ২৫০/-। নিচে দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারেন।
বই পেতে যোগাযোগ করুন:
মো: গোলাম মোস্তফানীলক্ষেতঢাকা - মোবাইল নম্বর : ০১৭১২ ৬১১৯৮৭
লেখক/গ্রন্থাকারধানমন্ডিঢাকা - মোবাইল নম্বর : ০১৭১৫ ০০৩৭০৫

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Flickr Gallery

BOOKS ID