বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র

লেখক: অনুপম হায়াৎ
প্রকাশক: প্রকল্প পরিচালক, চলচ্চিত্র সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন, ডিজিটাল পদ্ধতিতে সনাতন চলচ্চিত্রের সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যক্রম পুনরুদ্ধারকরণ (২য় সংশোধিত) প্রকল্প, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, ঢাকা।
প্রকাশকাল : মে, ২০১১
মুদ্রক : তিথী প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ২৮/সি-১, টয়েনবী সার্কুলার রোড, ঢাকা-১০০০।
পৃষ্ঠা সংখ্যা : ১৬০, মূল্য : ১৫০ টাকা
আইএসবিএন নম্বর : ৯৭৮-৯৮৪-৩৩-৩৩৬৩-৬

বইটির মূল বিষয়বস্তু:
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ আমাদের হাজার বছরের ইতিহাসের গৌরবদীপ্ত মহিমায় এক উজ্জ্বল অধ্যায়। গৌরবোজ্জ্বল এ মুক্তিযুদ্ধ আধুনিক গণমাধ্যমের শক্তিশালী ক্ষেত্র চলচ্চিত্রের ফ্রেমে ফ্রেমে চিত্রিত হয়েছে। এই গ্রন্থটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের প্রামাণ্য নির্দশন। ১৯৭১ থেকে ২০০৭ সাল পর্যন্ত নির্মিত প্রামাণ্য চিত্র, পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র দালিলিক উপস্থাপনার সমাবেশ ঘটেছে। 
এটি মূলত একটি গবেষণা গ্রন্থ। এর আঙ্গিক বিন্যাসে রয়েছে নিবেদন, ভূমিকা, পাঁচটি অধ্যায় ও সংশ্লিষ্ট অনুচ্ছেদ এবং উপসংহার। 

সার্বিক বিবেচনায় বইটিঐতিহাসিক ঘটনার অপ্রতুলতা, বাস্তবতা  ও শৈল্পিক সততার অভাব, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অবিচল আস্থা ও অঙ্গীকারের প্রকাশ এবং বাংলাদেশ প্রতিষ্ঠার প্রামাণ্য দলিল ও ইতিহাসের মূল্যবান নিদর্শন।

বইটির কপি সংগ্রহ করার জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন 01712611987 এই নম্বরে। 




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Flickr Gallery

BOOKS ID